চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ (সিএমপি) ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যৌথ উদ্যেগে গতকাল বুধবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কার্যলয়ে দুস্থ অসহায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর। বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, আঞ্জুমান মুফিদুল ইসলামের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. মোজাহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার বায়েজীদ পরিত্রাণ তালুকদার, চান্দগাঁও থানার ওসি আতাঊর রহমান খন্দকার, বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘের পক্ষে উপস্থিত ছিলেন মতিলাল দেওয়ানজী, আবু তাহের, হারুনুর রশিদ, হাবিবুর রহমান চৌধুরী, হাজী আবু তাহের, সহিদ সরওয়ার খান, সেলিম নাসের প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি নগরবাসীকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে বলেন, কিশোরেরা যেন কোন অপরাধে জড়িত না হন। তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠে এ ব্যাপারে অভিভাবকদের নজর রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।