মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলির আজম নগর এলাকা থেকে ১৩০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের আজমনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম জয়পুর এলাকার কাশেম সওদাগর বাড়ির মো. সেলিমের ছেলে মাঈন উদ্দিন (২৩) ও জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলি এলাকার শামছুল হকের ছেলে জহুরুল ইসলাম প্রকাশ রুবেল (২৮)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো (নং- চট্ট-মেট্রো-চ১১-২৪০৩) জব্দ করা হয়। এ ব্যাপারের জোরারগঞ্জ থানায় মাদক মামলা রজু করা হয়েছে।