স্পেনের মধ্যাঞ্চলে তুষারঝড়ের পর হিমশীতল তাপমাত্রা বিরাজ করছে, আবহাওজনিত কারণে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে প্রবীণদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে তাদের সতর্ক থাকতে বলেছেন দেশটির কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
রাজধানী মাদ্রিদের পূর্বেল পার্বত্যাঞ্চল মোলিনা দে আরাগন ও তেরুয়েলে সোমবার রাতে তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। অন্তত ২০ বছরের মধ্যে এটি স্পেনের সবচেয়ে শীতল রাত ছিল বলে জানিয়েছে বিবিসি। তুষারঝড় ফিলোমেনার রেখে যাওয়া গভীর তুষার তীব্র ঠাণ্ডায় বরফে পরিণত হওয়ায় পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এমনিতে স্পেনে শীতকালে তেমন ঠাণ্ডা না পড়লেও এবার প্রচুর তুষারপাত হয়েছে ও বরফ জমেছে। মাদ্রিদের ১৯৭ কিলোমিটার উত্তরপূর্বের মোলিনা দে আরাগনে সবচেয়ে শীতল রাত্রিকালীন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এতে স্থানটিকে যে ‘স্পেনীয় সাইবেরিয়া’ বলা হয়, তা স্বার্থকতা পেয়েছে। স্থানীয় নারি জোলি আসেনসিও বিবিসিকে বলেছেন, আরও কয়েকদিন এরকম ঠাণ্ডা থাকবে। জীবন কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রচুর তুষারপাত হয়েছে, বাড়ি ও রাস্তাগুলোতে ঢোকার পথ বন্ধ হয়ে আছে।