নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে স্ক্র্যাপ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার পাহাড়তলী থানাধীন অলঙ্কার মোড় থেকে পাঁচ বস্তায় ১৮০ কেজি স্ক্র্যাপসহ মো. মিজান (১৯) এবং মো. সাগরকে (২০) ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে আটকৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মো. রাজন (২০), মো. মেহেদী হাসান, মো. দিন ইসলাম বাট্টু (৩০), মো. জসিম উদ্দিন (১৮) এবং মো. মহিউদ্দিনকে (২৩) আটক করা হয়। গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানান, আটক চোরচক্রের সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে আমদানিকৃত কাঁচামাল স্ক্র্যাপ বন্দর থেকে খালাস করে বিভিন্ন ফ্যাক্টরি থেকে নেয়ার সময় গাড়ি থেকে চুরি করে আসছিল।