মীরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ শ্রমিক নিহত

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের ৮নং দুর্গাপুর ইউনিয়নস্থ সিপি বাংলাদেশ নামক পোল্ট্রি হ্যাচারির শ্রমিকদের এক পক্ষের হামলায় এক শ্রমিক নিহত হবার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আটটায় মহামায়ার লেক সড়কের সিপির পার্শ্ববর্তী স্থানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে রাত ৮টা নাগাদ সিপির শ্রমিক আতাউল হাকিম (৩৪), পিতা মোঃ জহুরুল হক বগুড়া জেলাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাবার পথে সে মৃত্যুবরণ করে। মারামারির পর অন্যান্য সহকর্মীরা আহত আতাউলকে মীরসরাই সদরস্থ সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়ের ইসলাম তাকে দ্রুত চমেক নিয়ে যাবার পরামর্শ দেন। চমেক নেয়ার পথে রাত আটটায় পথেই সে মৃত্যুবরণ করে বলে অপর এক শ্রমিক সূত্রে জানা গেছে। এই বিষয়ে ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব জানান এই বিষয়ে আমরা প্রশাসনের সঠিক তদন্ত প্রত্যাশা করছি। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শরিফুজ্বামান বলেন, নিহত শ্রমিকের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনৌকার প্রার্থীকে জয়ী করার আহ্বান
পরবর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ