দৈনিক আজাদীতে গত ১৩ জানুয়ারি ‘বায়েজিদ থানার এসআইসহ চারজনের বিরুদ্ধে মামলা’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বায়েজিদ থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন বড়ুয়া। তিনি প্রকাশিত সংবাদকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, গত ২ ডিসেম্বর হাছিনা বেগম নিজ জায়গার উন্নয়ন করতে চাইলে সেলিম, সাহেদ, রেজিয়াসহ অন্যান্যরা কাজে বাধা দেয়। এ ঘটনায় হাছিনা বেগম উক্ত ব্যক্তিদের বিবাদী করে বায়েজিদ থানায় একটি অভিযোগ (নং-৫৮১৩/২০২০) করেন। অভিযোগের বিষয় তদন্ত করতে উভয়পক্ষকে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়িতে ডাকা হয়। এরপর সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করে সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেয়া হয়। প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে ফাঁড়ির ইনচার্জ বলেন, হাছিনা বেগমের অভিযোগের বিবাদী মো. সেলিমকে জোরপূর্বক ফাঁড়িতে তুলে আনা হয়নি। তাকে মারধরও করা হয়নি। এছাড়া সেখানে সাদা পোশাকধারী কোনো ব্যক্তি ছিলেন না। প্রতিবেদকের বক্তব্য, আদালতে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।