বহিস্কৃত উখিয়া আওয়ামী লীগ নেত্রী ইয়াবাসহ ফের আটক

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

ইয়াবাসহ বিজিবির হাতে আটক হয়েছে উখিয়ার এক সাবেক মহিলা মেম্বার। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেরিন ড্রাইভ রোডের উখিয়ার রেজুখাল চেকপোস্টে ১৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি।
আটক খুরশিদা করিম (৪৮) উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিম সওদাগরের স্ত্রী। এসময় তার কাজ থেকে উদ্ধার করা হয় ব্যবহৃত দুইটি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা।
উল্লেখ্য কয়েক বছর পূর্বেও এই মহিলা ইয়াবা নিয়ে বিমানে করে ঢাকা নিয়ে যাওয়ার সময় আটক হয়েছিল। এ মামলায় দীর্ঘদিন জেলে আটক থাকার পর সম্প্রতি জামিনে বেরিয়ে এসে ফের ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে। তিনি হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য।

কক্সবাজারে ইয়াবাসহ আটকের পর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানা গেছে। বিজিবি রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েব সাইফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইয়াবাসহ আটক নারীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি প্রাথমিকে বদলিতে নতুন নিয়ম
পরবর্তী নিবন্ধআরও ৪৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টন চাল আমদানির অনুমতি