বঙ্গবন্ধু ক্যাম্পাস হকি লিগের উদ্বোধন

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হকি পরিবারের আয়োজনে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ক্যাম্পাস হকি লিগের উদ্বোধন করা হয়েছে। সিজেকেএস হকি কমিটির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ হকি ফেডারেশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এ লিগ উদ্বোধন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং লিগ কমিটির আহ্বায়ক মো. রাশেদ বিন আমিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, যুগ্ম সম্পাদক এস.এম ইকবাল মোর্শেদ, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু। উদ্বোধনী খেলায় শেখ জামাল দলের সাথে শেখ মনি দলের খেলা ১-১ গোলে ড্র হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধশতাব্দি একাডেমি ও রাঙ্গুনিয়া একাদশ জয়ী