নতুন বছর নতুন পাওয়া নতুন হাওয়ার দিন
নতুন করে বাজবে তো আজ নতুন সুরের বীণ,
নতুন চলায় নতুন বলায় শিরিষ তলায় মেলা
নতুন আলোয় নতুন করে নতুন সকল খেলা।
নতুন ভোরে নতুন করে নতুন দোরে টোকা
নতুন রঙে নতুন তুলির নানান আঁকা-ঝোঁকা,
নতুন সাজে বাজনা বাজে নতুন ধারায়-তালে
নতুন খুশির লাগলো নাচন মাঝির নৌকা-পালে।
নতুন ঘ্রাণের নতুন প্রাণের নতুন গানের সুর
নতুন স্রোতে নতুন ঢেউয়ে সুখের সমুদ্দুর,
নতুন শেখার নতুন রেখার নতুন লেখার খাতা
নতুন ডালে-শাখায় দোলে নতুন সবুজ পাতা।
নতুন রূপের নতুন ধূপের সাজিয়ে নতুন ডালা
সব অনিয়ম কষ্ট ভুলে এগিয়ে যাওয়ার পালা।