সাইবার অপরাধীরা বেপরোয়া

প্রতিদিনই ঘটছে নানান অঘটন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইট ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে প্রতিদিনই নানান অঘটন ঘটছে। সাইবার অপরাধীরা দিনে দিনে আরো বেপরোয়া হয়ে উঠছে। নগর গোয়েন্দা শাখা, কাউন্টার টেরোরিজমসহ সিএমপির কয়েকটি থানায় এ সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পত্র জমা পড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তির আধুনিকায়ন, প্রশিক্ষিত দক্ষ জনবল ও সচেতনতার অভাবেই সাইবার ক্রাইমের প্রবণতা বাড়ছে। পুলিশ বলছে, কেউ খুন করছে শারীরিকভাবে, আবার সাইবার ক্রিমিনালরা খুন করছে মানসিকভাবে। স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের প্রবণতা বাড়ার পর থেকে আশঙ্কাজনকহারে অনলাইনে নারীদের হয়রানির ঘটনা বেড়ে গেছে। আর এর প্রধান ‘টার্গেট’ কিশোরীরা। তবে জঙ্গিরাও এই মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহ ও হুমকি দিচ্ছে। এই মাধ্যম ব্যবহার করছে প্রতারকরাও। গত এক বছরের পরিসংখ্যানে সাইবার ক্রাইমের নয়টি ধরন উদঘাটিত হয়। এগুলো হলো, ১) অন্যের আইডি হ্যাক করে অর্থ আদায়, ২) সামাজিক যোগাযোগ মাধ্যমে অসতর্ক মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়, ৩) ফেসবুকে ব্যক্তিকে টার্গেট করে কটূক্তি, ৪) অন্যের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, ৫) জাল ওয়েবসাইট খুলে জালিয়াতি, ৬) উঠতি ছেলে মেয়েদের অনলাইন জুয়ায় সম্পৃক্ত করা, ৭) বিভিন্ন স্থানে গোপনে মেয়েদের ভিডিও ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দিয়ে বিকৃত আনন্দ লাভ, ৮) এটিএম বুথ থেকে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে অর্থ উত্তোলন এবং ৯) করোনায় মৃত্যুর গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। সাইবার ক্রাইম নিয়ে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমন দু’জন কর্মকর্তা আজাদীকে বলেন, প্রযুক্তি খাতে নিত্যনতুন সফটওয়্যার আসছে। সাইবার অপরাধীরা সেগুলো ব্যবহার করছে। সাইবার ক্রাইমের ধরনও পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত।
সিএমপির পিবিআই, চট্টগ্রাম মেট্রো অঞ্চলের ইন্সপেক্টর সন্তোষ চাকমা আজাদীকে বলেন, সাইবার ক্রাইম শুধু চট্টগ্রামেই নয় সারা দেশেই বেড়েছে। আমরা প্রতিনিয়ত এ সংক্রান্ত অভিযোগ পাচ্ছি, তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসছি। সাইবার ক্রাইমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ফেসবুক। ব্যক্তিগত শত্রুতা কিংবা ঝগড়া-বিবাদেও এখন হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ফেসবুক! এই সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিংয়ের মাধ্যমে বিরোধী পক্ষকে শায়েস্তা করার নতুন রীতিরও ঘটেছে প্রচলন। শারীরিকভাবে খুনের ঘটনা যেমন ঘটছে, একইভাবে এরা মানসিকভাবে খুন করছে মানুষকে। সাইবার হয়রানির শিকার হলে সাথে সাথেই পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে এই অপরাধের শিকার অনেকেই অভিযোগ করেন না। তবে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিই। তিনি বলেন, এখন সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশের দক্ষতা অনেক বেড়েছে।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর সঞ্জয় সিনহা আজাদীকে বলেন, সাইবার ক্রাইমের কারণে সবচেয়ে ভুক্তভোগী নারীরা। অশালীন কথাবার্তা, অন্তরঙ্গ মুহূর্ত ও নগ্নছবি-ভিডিও আপলোড করে ব্ল্যাকমেইল করা হয় তাদের। অনেক সময় বিবস্ত্র অন্য কারও ছবিতে টার্গেট করা ব্যক্তির মাথা লাগিয়ে বিবস্ত্র ছবিটি ওই টার্গেট করা ব্যক্তির বলে চালিয়ে দেওয়া হচ্ছে। একদল নিজের অজান্তেই সাইবার ক্রাইম করছে। প্রতিহিংসা বা একান্ত কৌতুহলের কারণেই তারা এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে। আরেক দল জেনেশুনেই অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে সাইবার ক্রাইম করছে। এক্ষেত্রে ভুক্তভোগীদের বলবো, সচেনতার বিকল্প নেই। যেকোনো লিংকে ক্লিক করার সময় জেনে বুঝে ক্লিক করা উচিত। নিজের আইডি ও পাসওয়ার্ড অন্যের সাথে কিছুতেই শেয়ার না করা। এ দুটো জিনিস করতে পারলে সাইবার হয়রানি থেকে অনেকটা মুক্ত থাকতে পারবে মানুষ।
গত ২৫ ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর বাজারের ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশের এজেন্টের সিম হ্যাক করে একদল হ্যাকার তিন লাখ ৪৩ হাজার টাকা তুলে নেয়। এ ঘটনায় ১০ জানুয়ারি রোববার নগরীর চান্দগাঁও এলাকা থেকে তিন হ্যাকারকে গ্রেপ্তার করা হয়।
প্রেমের সম্পর্কের সময় কৌশলে ধারণ করা অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ২৩ ডিসেম্বর মো. ফাহিম (২৩) নামে এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। একই বাসায় থাকার সুবাদে দেবর মাধব দেবনাথের সাথে বীথি দেবনাথের গড়ে উঠেছিল ভালো সম্পর্ক। সম্পর্কের এক পর্যায়ে বীথি দেবনাথের অশ্লীল ভিডিও সংগ্রহ করেছিল মাধব দেবনাথ। পরে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বীথি দেবনাথের সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন মাধব। এ ঘটনার প্রতিশোধ নিতে মাধব দেবনাথকে সুযোগে পেয়ে হত্যা করে বীথি দেবনাথ। ৬ ডিসেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছে বীথি।
ফেসবুক আইডি হ্যাক করে অন্যের ব্যক্তিগত ছবি বিভিন্ন পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৪ ডিসেম্বর এক দম্পতিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত দম্পতি বিভিন্ন ফেসবুক আইডি রিকভার করে দেওয়ার নামে ফেসবুক পেইজ বুস্ট, ফেসবুক আইডি ভেরিফাইড এবং পেইজের ফলোয়ার বাড়ানোর চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলে আইডি হ্যাক করে। পরে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও সংরক্ষণ করে পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতো।
মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য খালাসের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের জাল ওয়েবসাইট খুলে জালিয়াতির অভিযোগে প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার টিম।
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ২০ অক্টোবর রাউজানে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। একই অপরাধে ৮ অক্টোবর সন্দ্বীপে ৩ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে টাকা আদায়ের অভিযোগ দুই যুবককে আটক করেছে র‌্যাব। নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়।
লোহাগাড়ার পদুয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিধবা নারীকে বাড়িতে ডেকে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
২৩ জুলাই ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেইলের অভিযোগে নগরীর মোগলটুলী এলাকা থেকে সালমান মোহাম্মদ ওয়াহিদ (২৬) নামে এক হ্যাকারকে গ্রেপ্তার করে পুলিশ।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে উঠতি বয়সী তরুণ তরুণীদের অনলাইন জুয়ায় সম্পৃক্ত করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের পাঁচ সদস্যকে ২৩ জুলাই গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। হাতিয়ে নেওয়া টাকা ডলারে কনভার্ট করে ইউক্রেনে এক ব্যক্তির কাছে পাচার করে আসছিল চক্রটি।
এক নারীর অপ্রীতিকর ছবি ফেসবুকে প্রচারের অভিযোগে ২১ জুলাই শওকত হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
১৯ জুলাই ফেসবুকে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য পোস্ট করার অভিযোগ ওঠে বিনয় বড়ুয়া নামে একজনের বিরুদ্ধে।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় এনামুল হক নামে এক যুবককে ১৫ জুলাই আটক করেছে পুলিশ।
১৪ জুলাই ধর্মানুভূতিতে আঘাত, মানহানিসহ মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগে ব্লগার আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ৫ জুলাই আবদুল কাইয়ুম ফতেপুরী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
৩ জুলাই মো. গোলাম মোক্তাদির (২৪) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। তার বিকৃত শখ হলো বিভিন্ন স্কুল, কলেজ, দর্শনীয় স্থান থেকে স্কুলছাত্রী, অভিভাবক ও নারীদের ভিডিও ধারণ করে তা বিকৃত করে ফেসবুকে প্রচার করা। গ্রেপ্তারের পর তার ল্যাপটপে ও মোবাইলে এ ধরনের প্রায় ৩০০ ভিডিও পাওয়া গেছে।
২৪ জুন দুটি মডেলের মেশিন যেসব এটিএম বুথে রয়েছে সেসব এটিএম বুথকে টার্গেট করে প্রতারণা করা একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জানায় যে, অনলাইন থেকে মেশিনগুলোর চাবি সংগ্রহ করে তারা। পরে ম্যালওয়ার সফটওয়্যার সমৃদ্ধ পেনড্রাইভ সংযুক্ত ইউএসবি হাবপোর্ট এটিএম মেশিনে প্রবেশ করানো হয়। ম্যালওয়ার সফটওয়্যারটি উইন্ডোজে দেখা গেলে বাইরে থেকে ওয়ারলেস মিনি কিবোর্ডের মাধ্যমে সুপারভাইজার প্যানেলকে নিয়ন্ত্রণ করে কমান্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। এদের মধ্যে একজন শরীফুল ইসলাম ২০১৩ সালে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ২০১৮ সালেও তিনি একই অপরাধে গ্রেপ্তার হন। পরে জামিনে বের হয়ে একই কাজ করে আসছিলেন এতদিন ধরে।
৩০ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিকের মেয়ে ও তার স্বামীর নামে ফেক আইডি খুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. জুবাইরুল হক জিয়ান (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
২১ মার্চ করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামে মানুষের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর দায়ে ইফতেখার আদনান নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ। একই কারণে ১৭ মার্চ কামরুল হাসান রুমি (৩৯) নামে একজনকে আটক করে র‌্যাব এবং ১৩ মার্চ আবু বক্কর মোহাম্মদ রেজা নামে একজনকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।
১ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে উত্যক্ত করার অপরাধে এক ছাত্রকে এক মাসের কারাদণ্ড দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

পূর্ববর্তী নিবন্ধবিকাশ একাউন্ট হ্যাক করে সাড়ে তিন লাখ টাকা লোপাট
পরবর্তী নিবন্ধউখিয়ায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে আজীবনের জন্য বহিষ্কার