চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব গতকাল সোমবার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল ম্যানেজম্যান্ট অ্যান্ড ডেভলপমেন্টে এমএস ডিগ্রি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি চবি শিক্ষক সমিতির সভাপতিসহ বিভিন্ন কমিটিতে পদে দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।