রেজাউল করিমকে জাসদের সমর্থন

| মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাসদ, উত্তর দক্ষিণ ও মহানগর শাখা কার্যকরী কমিটিসমূহের যৌথসভা গতকাল সোমবার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে মহানগরের সভাপতি আবু বক্কর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ রেজাউল করিম চৌধুরীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা জরুরি।
সভায় বক্তব্য দেন, ইন্দুনন্দন দত্ত, অ্যাড. আবু মো. হাসেম, নুরুল আলম মন্টু, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ভানু রঞ্জন চক্রবর্ত্তী, স্বপন চৌধুরী, এস এম আখতারুল আলম, মাহাবুবুল হক, মো. ইউসুফ, কমান্ডার নুরুল ইসলাম, আবদুল লতিফ, হায়দার আলী, সৈয়দ জাফর হোসেন, অধ্যক্ষ সমীর দাশ, আনোয়ারুল ইসলাম, আমান উল্লাহ খান, আবু জাফর মাহমুদ, ডি. হোসেন খান, কামাল উদ্দীন চৌধুরী, ওবায়দুল হক, হামিদুল হক সিকদার, শ্যামল দত্ত, মিহির বরণ চৌধুরী, মো. লোকমান, মো. জসিম, আফজল আহমদ, আইয়ুব আলী, ডা. মিন্টু, নিখিল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মিজানুর রহমান খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরাজস্থলীতে অস্ত্রসহ যুবক আটক