নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের লোহারপুল সংলগ্ন বাই লেইনে প্রতিবন্ধকতা অপসারণ করে সড়কটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে চসিক। গতকাল সোমবার স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।
একই অভিযানে পিসি রোডে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় চালকদের সতর্ক করা হয়। অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে। প্রেস বিজ্ঞপ্তি।