কর্ণফুলী ও হালদার মোহনা থেকে ৪ জাল জব্দ

‘বিশেষ কম্বিং অপারেশন’

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

অবৈধ জাল নির্মূলে মৎস্য দপ্তরের উদ্যোগে শুরু হওয়া ‘বিশেষ কম্বিং অপারেশনের’ দ্বিতীয় দিন গতকাল রোববার চারটি জাল জব্দ করা হয়। কর্ণফুলী ও হালদা নদীর মোহনায় পরিচালিত এ অভিযানে জব্দকৃত জালগুলোর মধ্যে তিন হাজার মিটার দীর্ঘ দুইটি ছোট ফাঁসের ভাসান জাল এবং দেড় হাজার মিটারের দুটি বেড়জাল-রয়েছে। অভিযানে অংশ নেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-পরিচালক অধীর চন্দ্র দাস, নৌ-পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভুঁইয়া, চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী ও জেলা মৎস্য দপ্তরের জরিপ কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ।
মো. কামাল উদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, জব্দকৃত জাল সদরঘাট নৌ-পুলিশ দপ্তরে পোড়ানো হয়। জব্দকৃত বেড়জালের দাম এক লাখ টাকা এবং ভাসান জালের দাম ২০ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধকরোনার উৎস কোথায়
পরবর্তী নিবন্ধখুলে দেয়া হলো চকবাজার নাজমাঈ ডেমিরেল দাতব্য চিকিৎসালয়