চট্টগ্রামের সহায়ক হিসেবে কাজ করতে আগ্রহী তুরস্ক

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত

| মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সম্মানে গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী মোস্তফা জামালের সঞ্চালনায় চট্টগ্রাম নগরীর মাস্টার প্ল্যান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহিনুল ইসলাম খান এবং চলমান উন্নয়ন প্রকল্প তুলে ধরেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান। সভার শুরুতে সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ চট্টগ্রামকে একটি অতি পুরাতন নগরী উল্লেখ করে এর আধুনিকায়নে তুরস্ককে এগিয়ে আসার আহ্বান জানান।
তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, চট্টগ্রাম অন্যান্য দেশের জন্য শুধু গেটওয়েই নয়, এটি এখন আন্তর্জাতিক নগরী হিসেবে বিবেচিত। তুরস্ক চট্টগ্রামের সহায়ক পক্ষ হিসেবে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতে চট্টগ্রাম তথা বাংলাদেশের সঙ্গে আরো বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্য সহায়ক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী তার সরকার।
এসময় তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহউদ্দিন কাশেম খান, সেকেন্ড সেক্রেটারি জিজেম আইডিন এরদাম এবং ডেপুটি কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইয়াচি, সিডিএ বোর্ড সদস্য মো. জসিম উদ্দিন শাহ, কেবিএম শাহজাহান, সিডিএ সচিব মুহাম্মদ আনোয়ার পাশা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্টারদা সূর্যসেনের ৮৮তম ফাঁসি দিবস আজ
পরবর্তী নিবন্ধএম এ আজিজের এক দফাই আজকের স্বাধীন বাংলাদেশ