ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেনের আজ ৮৮তম ফাঁসি দিবস। ১৯৩৪ সালের এদিনে তদানীন্তন ব্রিটিশ সরকার বিচারের নামে প্রহসনের মাধ্যমে অকুতোভয় দেশপ্রেমিক মাস্টারদা সূর্যসেন ও তারেকশ্বর দস্তিদারকে ফাঁসির দণ্ড কার্যকরের মাধ্যমে হত্যা করে। তাদের ব্রিটিশ সেনারা নির্মমভাবে অত্যাচার করে। সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়নি। লাশ দুটো জেলখানা থেকে ট্রাকে করে ৪ নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহ দুটোকে ব্রিটিশ ক্রুজার দ্যা রিনাউনে তুলে নিয়ে বুকে লোহার টুকরা বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে দেয়া হয়। মাস্টারদার ফাঁসি দিবসে জে এম সেন হল প্রাঙ্গণে স্থাপিত আবক্ষ ভাষ্কর্য ও রাউজানে মাস্টারদা সূর্যসেন পাঠাগার চত্বরে স্থাপিত আবক্ষ ভাস্কর্যে বিভিন্ন সংগঠন স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধার্ঘ ও নানাবিধ কর্মসূচি পালন করবে।