ইপিজেড থানার এসআইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পোশাক শ্রমিকের বাসায় স্বর্ণালঙ্কার চুরি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডে তিন মাস আগে এক পোশাক শ্রমিক দম্পতির বাসায় দেড় লক্ষ টাকা স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় থানার উপ পরিদর্শক, ভবনের ম্যানেজারসহ পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে একটি মামলা হয়েছে। গতকাল ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ অভিযোগ দাখিল করেন মো. সাইদুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী আজাদীকে বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে, ইপিজেড থানার উপ পরিদর্শক মো. শরীফ, ভবনের ম্যানেজার একরামুল হক (৪৮), ইনচার্জ আব্দুল মোমিন (৪৩), পুলিশের সোর্স মো. মিলন (৩৫) ও বেলাল হোসেনকে। আসামিদের বিরুদ্ধে চুরি, অনধিকার প্রবেশসহ দন্ডবিধির আরও কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
ইপিজেড থানাধীন নিউমুরিং নছু মুন্সি মসজিদ সংলগ্ন একটি ভবনের বাসিন্দা ঐ পোশাক শ্রমিক দম্পতি গত বছর ১০ অক্টোবর বিকালে কর্মস্থলে থাকাকালে তাদের বাসায় ওই চুরির ঘটনা ঘটেছিল। বাসার তালা ভেঙ্গে স্বর্ণের চেইন, কানের দুল, আংটিসহ আনুমানিক দেড় লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে মামলার আরজিতে বাদী উল্লেখ করেন। এছাড়া বাসায় ঢুকে আসামিরা এক লাখ টাকার মালামাল ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ করেন তিনি।
অ্যাডভোকেট এবিএম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী বলেন, মামলার বাদী চুরির ঘটনার পরদিন ইপিজেড থানায় একটি জিডি দায়ের করেন। জিডির তদন্তের দায়িত্ব পেয়েছিলেন এসআই শরীফ। তিনি বাদীকে থানায় ডেকে এনে তদন্তের নামে বিভিন্ন সময় তার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছিলেন। এছাড়া ভবনের ম্যানেজার ও ইনচার্জের সাথে চুরির বিষয়টি নিয়ে বাদীকে আপোষে মীমাংসা করার পরামর্শ দিয়েছিলেন। এ সময় বাদীকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা বলেছিলেন এসআই শরীফ। বাদী প্রস্তাবে রাজি না হলে তাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের হুমকি দেয়া হয়েছিল বলে অভিযোগ উঠে বিবাদীদের বিরুদ্ধে। মামলার ৪ নম্বর আসামি মিলন এসআই শরীফের সোর্স হিসেবে কাজ করে চুরিতে সহযোগিতা করেছিল। ৫ নম্বর আসামি বেলাল বাড়ির ম্যানেজার ও ইনচার্জের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে দেবে বলে বাদীর কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে?
পরবর্তী নিবন্ধট্রাম্পকে সরাতে আনুষ্ঠানিক প্রস্তাব