দুই চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার মামলা

ডায়াগনস্টিক সেন্টারের শেয়ারের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীতে ‘মডার্ন ডায়াগনস্টিক’ নামে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের পরিচালকের পদ/শেয়ার দেয়ার কথা বলে এক প্রবাসীর ৬ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুই চিকিৎসকের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে প্রতারণার মামলা দায়ের হয়েছে। পাঁচলাইশ থানাধীন পশ্চিম নাসিরাবাদে অবস্থিত চিটাগাং ইউরোলজি এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন (৬০) ও ডা. আশিন বড়ুয়া (৪০) এ মামলার আসামি। গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার শিকার শাহ আলম ছিদ্দিকী এ মামলা (সিআর মামলা নং-১৯/২১ইং, পাঁচলাইশ) দাখিল করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, দু’জন চিকিৎসকের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৬/৪২০/৫০৬ (২) ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন বাদী। আদালত বাদীর অভিযোগের বিষয়টি পাঁচলাইশ থানার ওসিকে তদন্তের জন্য পাঠিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। হাটহাজারী উপজেলা সদর এলাকার বাসিন্দা মামলার বাদী শাহ আলম ছিদ্দিকী আজাদীকে জানান, পূর্ব পরিচিত এক চিকিসৎকের মাধ্যমে বিবাদীদের সাথে তার পরিচয় হয়েছিল। পরবর্তীতে একটি ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের পরিচালকের পদ দেয়ার কথা বলে বিভিন্ন সময় টাকা নিয়েছিল তারা। এসব টাকার বিপরীতে লাভ্যাংশ দেয়ার কথা বলা হলেও তা কখনও দেয়নি। এছাড়া উক্ত ঠিকানায় কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি বলে জানান শাহ আলম ছিদ্দিকী।
মামলার আরজিতে বলা হয়েছে, ২০১৫ সালে বিবাদীরা পশ্চিম নাসিরাবাদে ‘মডার্ন ডায়াগনস্টিক’ নামে একটি প্রতিষ্ঠানের ‘শেয়ার হোল্ডার’ পদ নেয়ার প্রস্তাব দেয়। প্রতিষ্ঠানের দুইটি শেয়ারের মূল্য বাবদ ৬ লাখ ৬০ হাজার টাকা ঐ দুই চিকিৎসকের যৌথ নামে খোলা ব্যাংক হিসাবে জমা দেয়ার কথা বলেন। পরে বাদী ওই বছর ৯ ও ১০ মার্চ পৃথক দুটি চেকে ৬ লাখ টাকা প্রদান করেন। এ সময় আসামিরা প্রতিষ্ঠানের প্যাডে চেকগুলো গ্রহণ করেন। পরে ডা. আশিন বড়ুয়া প্রস্তাবিত প্রতিষ্ঠানটির পরিচালক এডমিন হিসেবে স্বাক্ষর করা একটি মানি রিসিপ্ট প্রদান করেন। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর শেয়ারের অবশিষ্ট মূল্যের ৬০ হাজার টাকা ডা. আশিন বড়ুয়া মানি রিসিপ্ট মূলে বাদীর কাছ থেকে গ্রহণ করেন।
বাদী অভিযোগ করেন, অদ্যবিধি তাকে উক্ত প্রতিষ্ঠানের কোনো শেয়ার প্রদান করেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন মডার্ন ডায়গনস্টিক নামে উল্লেখিত ঠিকানায় কোনো প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এ সময় বাদী আসামিদের সাথে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে সময়ক্ষেপন করায় গত বছর ১৭ ডিসেম্বর আসামিদের একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন। গত ৩ জানুয়ারি আসামিদের সাথে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে এ সময় আসামিরা বাদীর সাথে লেনদেনের বিষয়টি অস্বীকার করার পাশাপাশি বাদীকে হত্যার হুমকি দেন।

পূর্ববর্তী নিবন্ধপুকুর ভরাট তিনটি, জরিমানা একটির
পরবর্তী নিবন্ধবর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে?