হকি কেন্দ্র ২০২০ সালের প্রশিক্ষণার্থীদের বার্ষিক মান নির্ণয়ের ফল প্রকাশ করেছে। মোট ১৪২ জন প্রশিক্ষণার্থীর মাঝে এ গ্রেডে-১৬ জন, বি গ্রেডে-২৯ জন এবং সি গ্রেডে-২৪ জন সহ মোট ৬৯ জন পরবর্তী মাধ্যমিক ও উচ্চতর প্রশিক্ষণ ক্যাম্পের জন্য নির্বাচিত হয়েছে। এদিকে কেন্দ্রের ৫ নং ইউনিট জে. এম. সেন. স্কুল এর কুশলী গোলরক্ষক সানি জেভীয়ার ডায়েস ২০২০ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।