লালখানবাজার খোকন স্মৃতি সংসদ আয়োজিত খোকন স্মৃতি অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টে শহীদনগর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গত ৮ জানুয়ারি স্থানীয় সুজন আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে বুদ্ধিজীবী দলকে পরাজিত করে। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় ফুটবলার মুমিনুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ক্রীড়া প্রতিবেদক এ জেড এম হায়দার, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও সিজেকেএস কারাতে কমিটির সম্পাদক দিদারুল আলম মাসুম, সাবেক কৃতি ফুটবলার জাহেদুল কবির নিপু ও জাহাঙ্গীর আলম, দৈনিক সাঙ্গুর রিপোর্টার নুরুল আলম চৌধুরী, ক্রীড়া সংগঠক মাঈনুদ্দিন হানিফ। এছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. শরীফ, যুগ্ম আহবায়ক শামীম আহসান, মো. আরিফ, টিপু সুলতান, মো. জাহেদ, আহমেদ রেজা, মো. সুমন ও নুরুল আলম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।