আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ন্যাটাচার্য সেলিম আল দীনকে নিবেদন করে ‘রাজন ও মূকাভিনয়বন্ধুরা’ শিরোনামে বিশেষ মূকাভিনয় প্রদর্শনী করতে যাচ্ছে। এটি মূকাভিনয়ের নবতর উদ্যোগ। নবীন প্রবীণের অভিজ্ঞতার মিশেলে মূকাভিনয়ের চর্চা, দর্শকসৃষ্টি এবং নিজস্বতা তৈরীর মধ্য দিয়ে বাংলার মূকাভিনয় রূপ আবিস্কার এই উদ্যোগের একটি প্রচেষ্টা থাকবে। প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন স্বাধীন বাংলাদেশের প্রথম মূকাভিনয়শিল্পী দেওয়ান মামুন, মেজবাহ চৌধুরী, সোলেমান মেহেদী এবং রিজোয়ান রাজন। একক এবং দলীয় মূকাভিনয়ে সাজানো এই প্রযোজনার আলোক পরিকল্পনায় রয়েছেন মুরাদ হাসান, সঙ্গীতে রাইদাদ অর্ণব, প্রজেকশনে মো. জাবেদুল ইসলাম এবং প্রযোজনা অধিকর্তা হিসাবে মোহাম্মদ আজিম উদ্-দীন থাকবেন।