বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সঙ্গে প্রকৌশলীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের অগ্রদূত হচ্ছে দেশের প্রকৌশলী সমাজ। তাদের অক্লান্ত প্রচেষ্টায় দেশ আজ সমৃদ্ধির পথে দ্রুত ধাবমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের হাতে চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। বন্দর নগরীর উন্নয়নে তার হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেতৃত্বে একজন সৎ ও প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে জয়যুক্ত করা প্রয়োজন। সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মো. আব্দুস সবুর, প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রকৌশলী রাজীব বড়ুয়া, প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, প্রকৌশলী ইফতেখার আহমেদ, প্রকৌশলী মো. মাইনুদ্দিন জুয়েল, প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী সাইফুদ্দিন মোহাম্মদ ফোরকান চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এম. আলী আশরাফ, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী দেওয়ান সামিনা বানু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।