অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন গতকাল নগরের পতেঙ্গা উপকূলীয় এলাকা থেকে ২৬টি জাল জব্দ করা হয়। এছাড়া তিনজন জেলেকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জালগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা।
চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরী ও সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুর রহমান।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ জালগুলোর মধ্যে ২২টি টং জাল ও ৪টি বেহুন্দি জাল রয়েছে। অভিযানে জেলে আশিষ দাশ ও সুভাষ দাশকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা এবং শ্যামল দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জালগুলো পুড়িয়ে ফেলা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী।