আহমাদিয়া পাড়া শর্টবার ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন

আজাদী অনলাইন | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

আহমাদিয়া পাড়া রাত্রিকালীন শর্টবার ফুটবল প্রিমিয়ার লীগের ২০-২১ ফাইনাল খেলা গত শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আহমাদিয়া পাড়ায় অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম।

বিশেষ অতিথি ছিলেন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রাশেদ খান মেনন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর রহমান বাঙালি, সমাজ সেবক হাজী মোহাম্মদ সেলিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক জমির উদ্দিন, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন চৌধুরীর, আবদুল আজিজ, আরিফ রায়হান, হাবিবুর রহমান, শাহাদুল আলম, সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন, জয়নাল আবেদীন সুমন, মোহাম্মদ রাসেল, ইমন।

সাবেক ছাত্রনেতা মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই, সমাজে আজ অবক্ষয়ের প্রধান কারণ খেলার মাঠ সংকট। খেলা শুধু শারীরিক সুস্থতা দান করে না, মানসিক উন্নতিও করে। খেলায় আহমদিয়া পাড়া কিংস দুই এক গোলে সুপার স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়

পূর্ববর্তী নিবন্ধ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে মাহামুদুর রহমানের ব্যাপক গণসংযোগ
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ১