দ্রুততম সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন পেতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। ভ্যাকসিন পাওয়ার পর তা কোথায়-কিভাবে দেয়া হবে, এখন এসব বিষয় চূড়ান্তকরণের কাজ চলছে। ভ্যাকসিন প্রদানে প্রাথমিকভাবে টিকাদান কেন্দ্র নির্বাচন করেছে স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে। ভ্যাকসিন প্রদানের কেন্দ্র হিসেবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। অপরদিকে চট্টগ্রাম মহানগরে ৮-৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এর সবকটিতে ভ্যাকসিন প্রদানের কেন্দ্র করা হবে কিনা, তা এখনো চূড়ান্ত নয় বলে জানান সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ অগ্রাধিকার তালিকাভূক্তরা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) একাধিক ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। এই প্রক্রিয়ায় কেন্দ্র পছন্দের সুযোগ থাকবে জানিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তি ভ্যাকসিন গ্রহণের তারিখ ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে গেলে রেজিস্ট্রেশনকারী ভ্যাকসিনের প্রথম ডোজ পাবেন। কয়েকদিনের মধ্যে এসব বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা পাওয়া যাবে।