খাগড়াছড়িতে কৃষি জমির টপসয়েল কাটায় সেলিম এন্ড ব্রাদাসকে ২ লাখ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ জানুয়ারি) সকালে জেলা সদরের ঠাকুরছড়া এলাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড দেন।
তিনি জানান, ইটভাটার জন্য অবৈধভাবে কৃষির জমির উপরিভাগ (টপসয়েল) কেটে নিয়ে যাচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে টপসয়েল কাটায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ভাটা মালিক মো. সেলিমকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি আরো বলেন, আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।