ক্রিকেটারদের সবাই প্রথম দফায় করোনা নেগেটিভ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

করোনাকাল এখনো শেষ হয়নি। এরই মধ্যে বিশ্বব্যাপি শুরু হয়ে গেছে। বাংলাদেশেও মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় দল। তবে বাংলাদেশ ক্রিকেটে এখনও পর্যন্ত করোনার কোনো প্রভাব পড়েনি। প্রথম দফার পরীক্ষায় আসন্ন সিরিজ সংশ্লিষ্ট প্রায় দুইশ জনের সবাই করোনাভাইরাস মুক্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে করা প্রথম দফার করোনা টেস্টে সবার নমুনার ফলাফল নেগেটিভ হলেও আরও নিশ্চিত হওয়ার জন্য আজ শনিবার হবে দ্বিতীয় দফার করোনা পরীক্ষা। শেরে বাংলা স্টেডিয়ামের মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ আর হোটেল সোনারগাঁর যে সব স্টাফ জাতীয় দলের বহরের সেবায় নিয়োজিত থাকবে তাদের সবার নমুনা নেয়া হয়েছে গত বুধবার। আর গত বৃহস্পতিবার কোভিড টেস্টের জন্য নমুনা দিয়েছিল দলে ডাক পাওয়া ৩০ ক্রিকেটার। গতকাল শুক্রবার সকালে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, দুইদিনে সবমিলিয়ে প্রায় দুইশ জনের করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছিল। ভালো খবর হলো, সবার নমুনার ফলই এসেছে নেগেটিভ। অর্থাৎ আসন্ন সিরিজ সংশ্লিষ্ট কেউই করোনা আক্রান্ত নয়। দেবাশিষ এটিও জানিয়েছেন, প্রথম দফায় নেগেটিভ আসা মানেই পুরোপুরি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। শতভাগ নিশ্চিত হতে শনিবার আবার নেয়া হবে সবার নমুনা। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে। তার আগে সব ক্রিকেটারদের নিজ নিজ বাসস্থানে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিএম টাইগার্স এবং ব্রাদার্স একাডেমির জয়
পরবর্তী নিবন্ধগন্ডামারায় অগ্নিদুর্গতদের সহায়তা প্রদান