পর্দা উঠছে ২৬তম কলকাতা আন্তর্জান্তিক চলচ্চিত্র উৎসব এর। কোভিড আবহের জেরে এবছরই প্রথম ভার্চুয়ালই উদ্বোধন হবে চলচিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মুম্বাই থেকেই যোগ দেবেন বলিউড বাদশা শাহরুখ খান। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন টলিউডের তারকা, পশ্চিম বাংলার মন্ত্রী এবং বিশিষ্টজনেরা।
১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভার্চুয়াল উদ্বোধনের জন্য কলকাতা শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ৫০টি বিশালাকার এলইডি স্ক্রিন। জানা গেছে, এদিন বিকেল ৪টায় উদ্বোধন হবে উৎসব। পরবর্তীতে ৫টায় রবীন্দ্র সদনে দেখানো হবে উদ্বোধনী ছবি ‘অপুর সংসার’। এবার ২৬তম চলচ্চিত্র উৎসবে ৪৫টি দেশের ৮১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং ৫০টি শর্টফিল্ম বাছাই করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ভ্রান্তবিলাস, সপ্তপদী, ছোটি সি বাত, দাদার কীর্তি সহ একাধিক ছবি। বাংলাদেশ থেকে এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সুমিতের ‘নোনাজলের কাব্য’।