চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ ওয়ার্ডের প্রার্থী মারা যাওয়ায় পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। এই ৪ ওয়ার্ডের একটিতে নতুন করে কেউ মনোনয়ন ফরম নেননি। আগের প্রার্থীরাই বহাল আছেন।
নতুন করে প্রতীক বরাদ্দ দেয়া হলে সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ ফারজানা পেয়েছেন চশমা প্রতীক। অপরদিকে মাহমুদা সুলতানা মোবাইল ফোন, শামীমা নাসরিন গ্লাস, শাহীন আকতার রোজী আনারস ও সালেহা বেগম পেয়েছেন স্টিল আলমারি। সাধারণ তিন ওয়ার্ডের মধ্যে ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। ৩০ নম্বর ওয়ার্ডে নতুন কোনো প্রার্থী নেই। পুরনো প্রার্থীরাই রয়েছেন মাঠে। ৩৭ নম্বর ওয়ার্ডে মেজবাহ উদ্দিন আহমদ পেয়েছেন ব্যাডমিন্টন র্যাকেট, মো. আবদুল মান্নান ঠেলাগাড়ি, মো. এনামুল হক রেডিও, মো. শফিউল আলম ঝুড়ি, মো. ইবনে মবিন ফারুক লাটিম, মো. ওসমান ও সালাউদ্দিন আহমদ পেয়েছেন মিষ্টি কুমড়া। ৪০ নম্বর ওয়ার্ডে আবদুল বারেক ঠেলাগাড়ি, মোহাম্মদ হারুন ঘুড়ি, ফরিদুল আলম লাটিম এবং মো. নাছির আহমেদ পেয়েছেন ব্যাডমিন্টন র্যাকেট।