করোনার নতুন ধরনও ঠেকাবে ফাইজারের টিকা!

| শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের ২টি নতুন ধরন প্রতিরোধে কার্যকর হতে পারে ফাইজারের টিকা। এর একটি ধরন প্রথম পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায় অন্যটি যুক্তরাজ্যে। গতকাল শুক্রবার এক গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
খবরে বলা হয়, ফাইজারের টিকা দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের ২টি নতুন ধরন প্রতিরোধে কার্যকর হতে পারে। এ গবেষণা চালানো হয়েছে মূলত করোনার রূপান্তরে কেউ আক্রান্ত হলে ফাইজারের টিকা কাজ করে কিনা তা দেখার জন্য। বৃহস্পতিবার গবেষণার ফল অনলাইনে পোস্ট করা হয়। খবর বাংলানিউজের।
গবেষণার জন্য টিকা নেওয়া ২০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফাইজার এবং ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল শাখার গবেষকরা এ গবেষণা পরিচালনা করেন। যদিও এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা তা পর্যালোচনা করে দেখেননি। ফাইজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. ফিলিপ ডরমিটজার বলেন, এটা খুবই আশ্বাসজনক খবর। বিশেষ করে ভাইরাসের নতুন ধরন প্রতিরোধের ক্ষেত্রে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী মাঠ সরগরম
পরবর্তী নিবন্ধফ্রান্স থেকে বাংলাদেশে আসে ৮৫ কোটি টাকার সাপের বিষ