চকবাজারে কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় দুই পক্ষের মারামারি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৪:৫১ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচারণায় দুই পক্ষের মারামারিতে একজন আহত হয়েছেন। গতকাল বিকালে চকবাজার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার নৌকার সমর্থক এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এসময় কয়েকটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এঘটনায় মো. আরিফ নামে এক যুবক আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে চকবাজার থানার ওসি মো. রুহুল আমিন গতকাল আজাদীকে বলেন, একটি পক্ষ ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা নিজেদের মধ্যে ঝামেলা থেকে সামান্য হাতাহাতি হয়েছিল। কিন্তু সেখানে মারামারি বা ভাঙচুরের মতো কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় একজন মাথায় সামান্য আঘাত পেয়েছে বলে শুনেছি। কিন্তু কেউ থানায় অভিযোগ করেনি।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৩০ হাজার ইয়াবাসহ বাঁশখালী-লোহাগাড়ায় আটক ৬
পরবর্তী নিবন্ধদুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে উত্তেজনা