ভোটাধিকার নিয়ে সংশয় ভাঙার দায়িত্ব ইসিকে নিতে হবে

নাগরিক ঐক্য পরিষদের সভায় ডা. শাহাদাত

| শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন দেশের ক্রান্তিলগ্নে এবং মহামারীর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। এ নির্বাচনের মাধ্যমেই চট্টগ্রামের নগরবাসীর আগামী ৫ বছরের জন্য একজন প্রকৃত সেবক প্রয়োজন। জনগণের গণরায়ে চট্টগ্রামবাসীর সেবা করার জন্য মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে নান্দনিক, বাস্তবসম্মত পরিবেশ বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাসহ জনগুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত রাখব। জনগণের ভোটাধিকার প্রকৃত পক্ষে প্রয়োগ করতে পারবে কিনা জনগণের মধ্যে সংশয় বিরাজ করছে। জনগণের ভোটাধিকার নিয়ে সংশয় ভাঙার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।
তিনি গতকাল রাত ৭ ঘটিকার সময় চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১ উপলক্ষে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। ঐক্য পরিষদের আহ্বায়ক ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীন রাজনীতিবিদ মোঃ একরামুল করিমের সভাপতিত্বে পরিষদের সদস্য সচিব ড. নসরুল কদির’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান, প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক মোকারেমুল কাদের চৌধুরী মুকুল, সাংবাদিক জাহেদুল করিম কচি, রাজনীতিবিদ ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার কমিশন পাহাড়তলী থানা কমিটির পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধজুনিয়র চেম্বারের শীতবস্ত্র বিতরণ