হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এখন তিনি ভালো আছেন বলে নিজেই জানিয়েছেন ৪৮ বছর বয়সী সাবেক এই ভারতীয় অধিনায়ক। হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিক এবং তার অগনিত ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আই অ্যাম রেডি টু ফ্লাই’। এরপর চিকিৎসক থেকে সাংবাদিক সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘উডল্যান্ড হাসপাতালকে ধন্যবাদ। ধন্যবাদ চিকিৎসক সরোজ মন্ডল, রূপালী বাসু, দেবী শেঠিকে। আমাকে যত্ন করার জন্য ধন্যবাদ। আমি এখন উড়তে তৈরি। খুব ভালো আছি। যারা এতদিন আমার জন্য এখানে অপেক্ষা করলেন তাদের সকলকে ধন্যবাদ।’ হাসপাতাল থেকে তার পৈতৃক বাড়ি বেহালায় ফেরার সময় সৌরভের সঙ্গে যান একজন চিকিৎসক এবং ৪ জন স্বাস্থ্যকর্মী। গত শনিবার সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান সৌরভ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়েছে, যার একটিতে স্টেন্ট বসানো হয়েছে। হাসপাতাল থেকে তার ছাড়া পাওয়ার কথা ছিল বুধবার। তবে আরও একদিন সেখানে থাকার সিদ্ধান্ত নেন সৌরভ। বাড়িতে নিয়মিত সৌরভের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সপ্তাহ দুয়েক পর তার চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। অন্য দুটি ব্লকেজ মাইনর। পরে কোনো সময় এর চিকিৎসা করা হবে।