দুইদিন আগে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী এস এম আবরার লাবিবের খোঁজ মিলেছে। যেখান থেকে সে নিখোঁজ হয়েছে সেখানেই পাওয়া গেছে তাকে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর মা ও শিশু হাসপাতাল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে তার কাপড়-চোপড়ে পরিবর্তন লক্ষ্য করা গেছে। লাবিবের চাচাতো ভাই এস এম ফাতরাশ বিষয়টি আজাদীকে নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ২০ মিনিটের দিকে লাবিবকে হাসপাতালে পাওয়া গেছে। লাবিনের ভাষ্যমতে প্রথমে সে সিলেট গেছে, সেখান থেকে ঢাকা গেছে। তারপর আবার এখানে এসেছে। তবে কার সাথে গেছে কিভাবে গেছে সে কিছুই বলতে পারছে না। সে নিখোঁজ হওয়ার সময় যে জামা কাপড় পরেছিল এখন তার কিছুই নেই।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মা ও শিশু হাসপাতাল থেকে বাইরে ঘুরতে বের হয় লাবিব। এরপর থেকে সে নিখোঁজ। এ নিয়ে গত বৃহস্পতিবার নগরীর ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে লাবিবের পরিবার।