চীন থেকে কাঁচা তুলা ঘোষণায় দুই কন্টেনার উচ্চ শুল্কের সোফার কাপড় আমদানি করেছে নগরীর জুবিলি রোডের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইএন এন্টারপ্রাইজ। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে আমদানিকারক এক কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা। মিথ্যা ঘোষণায় আসা চালানটি খালাসে দায়িত্বপ্রাপ্ত সিএন্ডএফ ছিল প্রগতি কার্গো সার্ভিস।
কাস্টমসের এআইআর শাখার কর্মকর্তারা জানান, সাড়ে ৪০ টন কাঁচা তুলা ঘোষণা দিয়ে আমদানিকারক ইএন এন্টারপ্রাইজ ৪০ ফুট দীর্ঘ দুটি কন্টেনারে বিপুল পরিমাণ সোফার কাপড় নিয়ে আসে। প্রতিষ্ঠানটি কাস্টম প্রক্রিয়া সম্পন্ন করে খালাস পর্যায়ে ডেলিভারির জন্য এসহাক ব্রাদার্স কনটেইনার ডিপোতে নিয়ে যায়। এর আগে আমদানিকারক গত ৪ জানুয়ারি চালান খালাসে বিল অব এন্ট্রি দাখিল করেন। যার নম্বর-সি-১৫০২০। কিন্তু গত বুধবার রাতে গোপন সংবাদে কন্টেনার থেকে পণ্য খালাসে সময় কাস্টমস কর্তারা চালানটি আটক করতে সক্ষম হয়। তাৎক্ষণিক কায়িক পরীক্ষায় ঘোষণা পণ্যের অস্তিত্ব মেলেনি। কাঁচা তুলা আমদানির শুল্কহার শুণ্য। অপরদিকে সোফার কাপড় আমদানিতে ৮৯ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়। প্রাথমিক অনুসন্ধানে আমদানিকারক ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে বলে জানায় কাস্টমসের কর্মকর্তারা।
জানতে চাইলে কাস্টমসের এআইএর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, আমদানিকারক কাঁচা তুলার ঘোষণায় সোফার কাপড় এনে বিপুল রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে। আমরা আমদানিকারক ও চালান খালাসে জড়িত সিএন্ডএফের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করব।