আ. লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রের জবাব যথাসময়ে দিবেন

মতবিনিময় সভায় এম রেজাউল করিম চৌধুরী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সাথে দলীয় মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে মতবিনিময় সভা গতকাল যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এম রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয়। ৬৯ এর গণঅভ্যুত্থান ও ৭০ এর নির্বাচনে দলটি নিয়ে ষড়যন্ত্র হয়েছে। ৭৫-এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ৮৬ এবং ৯০ -এ স্বাধীন এই দেশ ভারত হয়ে যাওয়ার জুজু তুলেছিলেন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ষড়যন্ত্র ভুল প্রমাণিত করেছেন। মহিউদ্দিন চৌধুরী মেয়র হওয়ার আগে উনার সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি প্রচার করা হয়। কিন্তু তিনি মেয়র হওয়ার পর জনগণের ধারণা পাল্টে যায়। অনেকে এ সরকারের ডিজিটাল বাংলাদেশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। কিন্তু ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব, দৃশ্যমান। আমাদের নেতাকর্মীরা সকল অপপ্রচার, ষড়যন্ত্রের জবাব দিবেন। সভায় যুবলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত ২নং জালালাবাদ ওয়ার্ডের হাজ্বী মোহাম্মদ ইব্রাহিম, ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং ১৪-১৫-২১ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আনজুমান আরা বেগমকে নির্বাচিত করার জন্যে সকল নেতাকর্মীর প্রতি নির্দেশ দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, কেন্দ্রীয় উপ ক্রীড়া সম্পাদক আবদুর রহমান, সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, উত্তর জেলা যুবলীগ সহ-সভাপতি নুরুল মোস্তফা মানিক, পৌর মেয়র বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান স্বপন, দক্ষিণ জেলা যুবলীগ সহ-সভাপতি মুর্তজা কামাল মুন্সী, শহিদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউত্তরা মোটরসের নতুন গাড়ির হস্তান্তর উৎসব
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় জুসের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ