চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনায় নবনির্বাচিত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ক্লাব সভাপতি আলী আব্বাস। গতকাল বুধবার দায়িত্ব হস্তান্তর উপলক্ষে প্রেস ক্লাবের সভাকক্ষে এক যৌথসভায় এ আহ্বান জানান তিনি। আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বিদায়ী সহসভাপতি ও নবনির্বাচিত কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, নবনির্বাচিত কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, রূপম চক্রবর্তী, দেবাশীষ বড়ুয়া দেবু, রাশেদ মাহমুদ, মো. আইয়ুব আলী, মিন্টু চৌধুরী, আলীউর রহমান, মোহাম্মদ শামসুল ইসলাম, স ম ইব্রাহীম, মোহাম্মদ আলী এবং কাজী আবুল মনসুর, নাসির উদ্দিন হায়দার, শহীদুল্লাহ শাহরিয়ার ও মোয়াজ্জেমুল হক। সভায় আলী আব্বাস বলেন, নবনির্বাচিতদের সম্মিলিত চেষ্টায় আরো সমৃদ্ধ হবে চট্টগ্রাম প্রেসক্লাব। প্রেস বিজ্ঞপ্তি।