উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে স্মরণসভা

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা জাফর আহমদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাসিনা জাফর। প্রধান বক্তা ছিলেন, অ্যাড. আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, রাজীব জাফর চৌধুরী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুমণি শর্মা, নজরুল ইসলাম সিকদার, মাসুদ জাহাঙ্গীর, আবু ছালেহ, নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ, আবুল কালাম আজাদ ডালু, আমীর উদ্দীন, মাস্টার মহিউদ্দীন, মুন্সী আবদুর রব সৌরভ, নুর হোসেন, শিক্ষার্থীদের মধ্যে তৌহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন নিশান, আয়মন ফারদিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক হারুনর রশিদ। অতিথিবৃন্দ মরহুম জাফর আহমদ চৌধুরীর স্মৃতিচারণ ও তাঁর জীবনাদর্শ নিয়ে বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছনহরায় সামশুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধদীলিপ কুমার আচার্য্য