বায়ুদূষণের শীর্ষে বাংলাদেশ। বায়ুদূষণ শুধু স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়, পরিবেশ ও অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। শ্বাসযন্ত্রের রোগ ও দীর্ঘ সময় দূষিত বায়ুর সংস্পর্শে থাকার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার হার, বিকলাঙ্গতা, শ্বাসযন্ত্রের দুর্বলতার কারণে মৃত্যু, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার, ডায়াবেটিকসহ নিউমোনিয়ার মতো রোগের কারণও বায়ুদূষণ। এ জন্য দূষণ নিয়ন্ত্রণে তদারকি বাড়াতে হবে।
নজরুল ইসলাম অপু, বহদ্দারবাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।