খাগড়াছড়িতে ট্রাক ও সিএনজি টেক্সির সংঘর্ষে প্রাণ হারিয়েছে কলেজে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী। গতকাল বুধবার সকালে আলুটিলার বড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান মাটিরাঙা ভূঁইয়া পাড়ার হারুনুর রশীদের মেয়ে। সে কলেজে ভর্তি হওয়ার জন্য তার মায়ের সাথে খাগড়াছড়ি আসছিল। এই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করায় ফায়ার সার্ভিস। তবে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
পুলিশের উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, ‘বেপোরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি টেঙির সাথে সংর্ঘষ হয়েছে ট্রাকটির। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ হাসপাতালে রয়েছে।’