বিদ্রোহী ঠেকাতে আ. লীগের কাউন্সিলর প্রার্থীদের জোট

মাহতাব ও রেজাউলের সাথে সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

আওয়ামীলীগের দলীয় কাউন্সিলর প্রার্থীরা গতকাল দলের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ও নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। সকাল ১১টায় দলীয় কাউন্সিলর প্রার্থীরা চসিক মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটস্থ বাসভবনে তাঁর সাথে সাক্ষাৎ করেন। বৈঠক চলে বিকাল ৩টা পর্যন্ত। এরপর বিকাল ৫টায় নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন তাঁরা।
এব্যাপারে আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহরলাল হাজারী আজাদীকে জানান, আমরা সকালে মেয়র প্রার্থী রেজাউল ভাইয়ের( রেজাউল করিম চৌধুরী) সাথে দেখা করেছি। উনাকে আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বলেছি। রেজাউল ভাই বলেছেন, বিষয়টি দলের শীর্ষ নেতারা দেখছেন। এ বিষয়ে চিন্তা না করে ওয়ার্ডে ওয়ার্ডে নৌকার এবং নিজেদের জন্য কাজ করতে বলেছেন।
নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকেও আমরা বিষয়টি অবহিত করেছি। মাহতার ভাই (মাহতাব উদ্দিন চৌধুরী) বলেছেন-বিষয়টি তারা দেখছেন। উনারা এবিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন-১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের জহরলাল হাজারী, ১২নং সরাইপাড়া ওয়ার্ডের মোহাম্মদ নুরুল আমিন, ১নং পাহাড়তলী ওয়ার্ডের গাজী মো. শফিউল আজিম, ১৯ নং ওয়ার্ডের মো. নুরুল আলম মিয়া, ১৬ নং চকবাজার ওয়ার্ডের সৈয়দ সায়েদ গোলাম হায়দার মিন্টু, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের মো. সলিম উল্লাহ বাচ্চু, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মো. মোবারক আলী, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের সালেহ আহমদ চৌধুরী, ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের আতাউল্লাহ চৌধুরী, ১৬,২০,৩২ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্ত, ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নুরুল আবছার মিয়া, ২৯ নং ওয়ার্ডের গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের পুলক খাস্তগীর, ৫ নং মোহরা ওয়ার্ডের কাজী নুরুল আমিন মামুন, ৭ ও ৮ নং সংরক্ষিত ওয়ার্ডের জোহরা বেগম, ১১, ২৫, ২৬ নং সংরক্ষিত ওয়ার্ডের হুরে আরা বিউটি, ৯,১০,১৩ নং সংরক্ষিত ওয়ার্ডের তসলিমা নুর জাহান রুবী, ২৮,২৯,৩৬ নং সংরক্ষিত ওয়ার্ডের জিন্নাত আরা বেগম, ১৪,১৫,২১ আনজুমান আরা, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের আবুল হাসনাত মো. বেলাল, ১২, ২৩, ২৪ নং সংরক্ষিত ওয়ার্ডের জাহেদা বেগম পপি, ১৭,১৮,১৯ শাহীন আকতার রোজি, ৩৩,৩৪,৩৫ সংরক্ষিত ওয়ার্ডের লুৎফুন্নেছা বেবী, ২৬ নং ওয়ার্ডের গোলাম মোহাম্মদ, ১৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শহীদুল আলম, ৩৮ নং ওয়ার্ডের গোলাম মোহাম্মদ চৌধুরী, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের সাইফুদ্দীন খালেদ, ২ নং জালাবাদ ওয়ার্ডের হাজী মো. ইব্রাহিম, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের আশরাফুল আলম, ৩১ নং আলকরণ ওয়ার্ডের আবদুস সালাম মাসুম, ২২, ৩০,৩১ সংরক্ষিত ওয়ার্ডের নিলু নাগ, ৪,৫,৬ সংরক্ষিত ওয়ার্ডের জোবাইরা নার্গিস খান, ২৮ নং ওয়ার্ডের নজরুল ইসলাম বাহাদুর, ২৭ নং ওয়ার্ডের জাফরুল হায়দার চৌধুরী, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের অধ্যাপক নিসার উদ্দিন আহমেদ মনজু, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের ওয়াসিম উদ্দিন চৌধুরী, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের আবদুল বারেক, ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের জাহাঙ্গীর আলম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষার জন্য টিকা উৎপাদনের অনুমতি পেল গ্লোব
পরবর্তী নিবন্ধপ্রত্যাহারের সুযোগ নেই তাই মাঠে বিদ্রোহীরা