চট্টগ্রামে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

করোনাভাইরাস শনাক্তকরণ

আজাদী অনলাইন | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ৪:৩৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামেও শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ আজ বুধবার (৬ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন। বাংলানিউজ
তিনি বলেন, “গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) বিআইটিআইডি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট শুরু করেছি। প্রথমদিন ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি পজিটিভ আসে। অল্প সময়ের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিচ্ছি।”
স্বাস্থ্য অধিদফতর থেকে ১ হাজার কিট দেওয়া হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয় বলেও জানান তিনি।
এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়।
পরে গত ৫ ডিসেম্বর করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা দেশের ১০টি জেলায় শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২
পরবর্তী নিবন্ধদুর্নীতি মামলায় সাবেক ওসি প্রদীপের জামিন নামঞ্জুর