ঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটে মাদারবাড়ী ক্রিকেট ক্লাব সেমিফাইনালে

| বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে ঈছা মো. দুলাল ও দেলোয়ার হোসেন স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মাদারবাড়ী ক্রিকেট ক্লাব। গতকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালের খেলায় মাদারবাড়ী ক্রিকেট ক্লাব ৭ উইকেটে চট্টগ্রাম শোভন ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সাকিব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার, বিসিবির অফিসিয়াল জয়নাল আবেদিন ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ এবং মেসার্স জাহানারা লজিস্টিক এর স্বত্ত্বাধিকারী হাবিবুর রহমান মুন্না। আজ ৬ জানুয়ারি দুপুর ১.৩০টায় বাকলিয়া সূর্য তরুণ ক্লাব বনাম মাদারবাড়ী ফয়সাল স্মৃতি সংসদ মধ্যকার খেলা কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫৫.৪৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন