সিয়াম আহমেদ ও পূজা চেরী দু’জনেই এ সময়কার আলোচিত জুটি। তাদের জুটিবদ্ধ ‘পোড়ামন-২’ এবং ‘দহন’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে, হয়েছে প্রশংসিত। আরেক ছবি ‘শান’ নির্মাণধীন। নতুন খবর, আবারও জুটিবদ্ধ হয়ে নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছেন সিয়াম-পূজা। সিনেমাটির নাম ‘সিকান্দার’। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সিয়াম-পূজাকে নিয়ে ‘সিকান্দার’ নির্মাণ করবেন জুবায়ের আলম। এটি হতে যাচ্ছে এ পরিচালকের প্রথম সিনেমা। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিয়াম-পূজার ‘সিকান্দার’ ছবির শুটিং শুরু সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। পরিচালক জুবায়ের আলম শুরুতে সিয়াম-পূজাকে নিয়ে নির্মিতব্য ‘সিকান্দার’ ছবি নিয়ে কিছু বলতে চাননি। পরে বলেন, মার্চে শুটিংয়ে যাবো। সিয়ামের আলাদা লুক তৈরি করছি। এটা ব্যক্তি কেন্দ্রিক ছবি নয়। নির্দিষ্ট একটি প্লট বেইজ গল্পের ছবি। সবকিছু শতভাগ চূড়ান্ত হয়েছে, চলতি মাসের শেষে সবকিছু জানাবো। তার আগে কিছু নয়।