লোহাগাড়া জাতীয় পার্টির নিখোঁজ সদস্য ও ব্যবসায়ী আনোয়ার হোসেনকে জীবিত ফিরে পেতে আকুতি জানিয়েছেন স্বজনরা। গতকাল মঙ্গলবার বিকেলে বটতলী মোটর স্টেশনের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ীর মা জান্নাত আরা বেগম ও স্ত্রী নারগিস আক্তার এই আকুতি জানান। জাতীয় পার্টি লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ছালেম। তিনি জানান, গত ৩০ ডিসেম্বর থেকে জাতীয় পার্টি উপজেলা শাখার সদস্য ও জাতীয় যুব সংহতি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪২) নিখোঁজ হন। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দাবি করলেও এখনো উদ্ধার করা যায়নি। নিখোঁজ আনোয়ার হোসেনকে দ্রুত উদ্ধারে ব্যর্থ হলে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচীর হুঁশিয়ারি দেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী নার্গিস আক্তার জানান, তার স্বামী নিখোঁজ হওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করতে চান না। তবে সম্প্রতি লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন তিনি। ওই সময় যারা তার আশেপাশে ছিলেন তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি। স্বামীকে জীবিত অবস্থায় ফিরে পেতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।