মায়ের শাসন

মিনহাজ উদ্দীন শরীফ | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

বইটা হাতে দিয়ে মাগো
পাশে কেন থাকো?
ক্লান্ত হয়ে পড়লে ঢলে
তবু তুমি ডাকো।

তুমি কী মা এই বয়সে
দাওনি পড়ায় ফাঁকি?
আমার মতো তোমার মায়ে
করতো শাসন নাকি?

মন খুলে মা কভু আমি
করিনি হইচই;
সকাল-সন্ধ্যা তোমার ভয়ে
হাতে রাখি বই।

তবুও মা তোমার মেজাজ
সদা থাকে কড়া;
তুমি শুধু যাও বলে যাও
পড়ার সময় পড়া।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক
পরবর্তী নিবন্ধমেঘলা শীতের ভোরে