সোনা রঙের ধান দেখে মনটা ওঠে ভরে,
নতুন চালের পিঠাপুলি সবার ঘরে ঘরে।
সরিষা ক্ষেত, হলুদ রঙে বধূর মতো সাজে,
রূপের যেন আগুন লাগে প্রকৃতিরই মাঝে।
লাউয়ের ডগা, কুমড়ো ফুল শিশির ভিজে হাসে,
মায়াবী এই দৃশ্য দেখতে সবাই ভালোবাসে।
হেমন্তেরই সোনার ছবি হৃদয়পটে আঁকা,
গ্রাম বাংলার এমন ছবি যায় না ভুলে থাকা।