রাউজানে গতকাল মঙ্গলবার দিনব্যাপী চারটি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো মেসার্স মামুন ব্রিকস, মেসার্স রুস্তম শাহ (র.) ব্রিকস, মেসার্স মক্কা ব্রিকস ও মেসার্স পায়রা ব্রিকস। এর মধ্যে মেসার্স পায়রা ব্রিকস ছাড়া বাকি তিনটি ইটভাটাকে ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন ও ইউএনও জোনায়েদ কবির সোহাগ। পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রাউজানে ৫২টি ইটভাটা রয়েছে। সবগুলোই চলছে অবৈধভাবে। তবে ইটভাটার মালিকরা শাস্তির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছেন। পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, ইটভাটাগুলোর কোনোটিতে পরিবেশগত ছাড়পত্র ছিল না। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক আফজারুল ইসলামসহ র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন। উল্লেখ্য, গত দুদিনে এ নিয়ে মোট ৭টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।