কথাসাহিত্যিক সুচরিত চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

| মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

কথাসাহিত্যিক ও সংগীতজ্ঞ সুচরিত চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৯ সালের ২১ জানুয়ারি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিসংগ্রাহক আশুতোষ চৌধুরী, মাতা চারুবালা চৌধুরী।
সুচরিত চৌধুরী সাহিত্য এবং সংগীতের ভুবনে বিচরণ করেছেন আজীবন। তিনি ছিলেন মূলত বংশীবাদক। সাত হাজার রাগরাগিনী তাঁর আয়ত্তে ছিল এবং প্রায় তিন হাজার গান রচনা করেছেন। তাঁর প্রথম লেখা কবিতা ‘কাকের প্রতি’ প্রকাশিত হয়েছিল মাত্র ৮ বছর বয়সে মাসিক পূরবীতে। মাহবুব উল আলম চৌধুরীর সাথে সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন ‘সীমান্ত’।
সুচরিত চৌধুরী ছদ্মনামেও লিখেছেন। ১৯৬২ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘আকাশে অনেক ঘুড়ি’। ছোটগল্পে বিশেষ অবদানের জন্য ১৯৭৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে আছে নির্বাচিত গল্প, নদী নির্জন নীল, কিংবদন্তীর গল্প : চট্টগ্রাম, একদিন একরাত। তাঁর লেখা নাটকের মধ্যে আছে পার্কের কোণ থেকে আর একজন শহীদ, সুতরাং ও আলো নিরুত্তর। ১৯৯৪ সালের ৫ জানুয়ারি তিনি মারা যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়লে সমাজে আলোকিত মানুষ বাড়বে
পরবর্তী নিবন্ধসাড়ে ৮ হাজার ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার