মাশরাফির অবদান স্মরণ করলেন হাবিবুল বাশার

| মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

করোনার ধাক্কা আর ইনজুরি কাটিয়ে বঙ্গবন্ধু টি -টোয়েন্টি টুর্নামেন্টে মাঠে নেমেছিলেন মাশরাফি। খেলেছেনও বেশ ভাল। কিন্তু তার সে পারফরম্যান্স মন ভরাতে পারেনি নির্বাচকদের। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ২৪ জনের প্রাথমিক দলে নেই মাশরাফি। নির্বাচকরা ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই বলেই দলে নেয়া যায়নি মাশরাফিকে। নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন ভবিষ্যতের কথা চিন্তা করেই মাশরাফিকে দলে নেওয়া হয়নি। তবে হাবিবুল বাশার স্বীকার করেছেন মাশরাফি এখনও শেষ হয়ে যাননি। তার বলের ধার এখনও আছে। মাশরাফি ২০ বছর ধরে আমাদের সার্ভিস দিয়ে আসছে। মাশরাফি কি করেছে তা আমরা সবাই জানি। সে সবসময় আমাদের জন্য আইকনিক প্লেয়ার ছিল। বছরের পর বছর সে দেশকে সার্ভিস দিয়ে এসেছে। তবে এখন যা অবস্থা তাতে তার পক্ষে এক বছর খেলা চালিয়ে যাওয়া কঠিন। তাই তার জায়গায় নতুন কাউকে সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য গড়ে তোলাই উত্তম ও যুক্তিযুক্ত।

পূর্ববর্তী নিবন্ধসৌরভের খোঁজ নিতে ফোন করলেন মোদি
পরবর্তী নিবন্ধ২২ গজ ও আফতাব আহমেদ একাডেমি জয়ী